প্রবাস মেলা ডেস্ক: স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেনকে গ্রেফতার করা হয়েছে। নিকোলা স্টার্জেনের দল স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির (এসএনপি) তহবিল ও অর্থায়ন বিষয়ক চলমান তদন্তের জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। ১১ জুন ২০২৩, রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে, ৫২ বছর বয়সী স্টার্জেনকে গ্রেফতারের পর নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করছে। এর আগে, একই অভিযোগে গত এপ্রিলে নিকোলা স্টার্জেনের স্বামী ও এসএনপির সাবেক প্রধান নির্বাহী পিটার মুরেলকে গ্রেফতার করা হয়েছিল। তবে পরে তাকে ছেড়ে দেয়া হয়। সাবেক এসএনপি নেতা নিকোলা স্টার্জেন গত মার্চে দলটি থেকে পদত্যাগ করেন। সেই সময়ও তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
স্কটিশ সাবেক ফার্স্ট মিনিস্টারের মুখপাত্র বলেন, নিকোলা স্টার্জেন রোববার স্কটল্যান্ডের পুলিশের জেরায় অংশ নিয়েছিলেন। পরে তাকে গ্রেফতার করে এসএনপির আর্থিক অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এর আগে, ২০২১ সালের জুলাইয়ে স্কটল্যান্ড পুলিশ স্কটিশ ন্যাশনাল পার্টির তহবিলের দুর্নীতি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে। দলটিতে আসা অনুদানের অর্থ ব্যয় নিয়ে অভিযোগ আসার পর এই তদন্ত শুরু হয়।