রিয়াদ, সৌদিঅারব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবাসী সাংবাদিক, নাট্যকার, মো: জাহাঙ্গীর অালম হৃদয় এর লেখা ‘তোমার উত্তাপে হৃদয় কাঁপে’ কবিতার বই সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব গোলাম মসীহ এর হাতে শুভেচ্ছা উপহার হিসাবে তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে দূতাবাসের কার্যালয় প্রধান জনাব ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ, শ্রম কাউন্সেলর জনাব সারওয়ার আলম, প্রেস সচিব জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি বছরের অমর একুশে বইমেলায় সাংবাদিক মো: জাহাঙ্গীর অালম হৃদয় এর লেখা প্রথম কবিতার বই ‘তোমার উত্তাপে হৃদয় কাঁপে’ বইটি প্রকাশিত হয়।