ক.ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সব দেশে একযোগে শুরু হয়েছে পবিত্র রমজান। বছর পরিক্রমায় আবারও আমাদের মাঝে উপস্থিত হয়েছে রহমত, বরকত, মাগফিরাতের ও নাজাতের সওগাত নিয়ে পবিত্র রমজান মাস। এই মাসে নাজিল হয়েছে পবিত্র কুরআনুল কারীম। এই মাস হাজার মাসের চেয়ে উত্তম এক রাতের ( শবে ক্বদর ) মাস, বদর , খন্দক ও মক্কা বিজয়ের মাস হলো এই পবিত্র রমজান মাস।
রমজান মাসে সৌদি আরবের বিভিন্ন মসজিদে তাবু স্থাপন করে রোজাদারদের জন্য ইফতারীর ব্যবস্থা করা হয়। মসজিদ ছাড়াও রোজাদার আনাগোনা হয় এমন সম্ভাব্য স্থানে সম্পূণ আল্লাহর ওয়াস্তে ইফতারীর আয়োজন করা হয়। সৌদি আরবে সব চেয়ে বড় ইফতারীর আসর বসে মদিনা শরীফে।
মানুষের মাঝে খুশীর ফোয়ার বয়ে যায়। রমজানের আগমনে সমগ্র মুসলিম জাহান নব উদ্যমে জেগে উঠে। বিচিত্র ধরনের আনন্দের ফোয়ারা বয়ে যায় আসমান ও জমিনে। সৃষ্টি জগত ভরে উঠে রহমতের ফল্গুধারায়।

গতকাল রাত সৌদি আরবের জেদ্দায় সরেজমিনে দেখা যায়, সৌদি আরব সহ অন্যান্য দেশের নাগরিকদের সাথে প্রবাসী বাংলাদেশিদের ও ভিড় করতে দেখা যায় বিভিন্ন দোকানে এবং সুপার মার্কেটগুলোতে।
উল্লেখ্য, পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আররেব বিভিন্ন সুপার মার্কেট গুলোতে বছরের অন্যান্য মাসের চাইতে বেশী ডিসকাউন্ট দিয়ে মালামাল বিক্রয় করা হয়। বাংলাদেশি প্রবাসীদের দেখা যায় ,পুরো মাসের জন্য ইফতার সামগ্রী কিনতে উহার মধ্যে বেশী বাংলাদেশি পণ্য কেনা কাটা করতে দেখা যায়। বাংলাদেশি পণ্য সামগ্রীর মধ্যে বেশীর ভাগ ক্রয় করতে দেখা যায়, চিড়া, মুড়ি, সেমাই, ছোলা ও সরিষার তেল ইত্যাদি। এ যেন প্রবাসে বসে বাঙ্গালিয়ানার স্বাদ।
এদিকে, অনেক প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকেও ভিড় করতে দেখা যায় পবিত্র রমজান উপলক্ষে দেশে আপনজনদের জন্য টাকা পাঠাতে। অনেক প্রবাসীরা মাসের শেষে বেতন হস্তগত হওয়ার নিজের পরিবার পরিজনদের কাছে টাকা পাঠানোটা প্রথম টার্গেট থাকে।