খলিল চৌধুরী, জেদ্দা, সৌদিআরব: সৌদিআরবে বিদেশি শ্রমিকদের বিভিন্ন সেক্টরে কাজের নিষেধাজ্ঞা বহাল হবার পর থেকে কাজ না পেয়ে দেশে ফেরত যেতে শুরু করেছে প্রবাসী বাংলাদেশিরা। গত দের সপ্তাহে, ২৫ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর মাত্র ১১ দিনে সৌদিআরব থেকে ফিরেছেন ৬শ’ বাংলাদেশি।
ফেরত যাওয়া এই কর্মীদের অভিযোগ, তাঁদের কাছে সব ধরনের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কোনো কারণ ছাড়াই তাঁদের দেশে পাঠিয়ে দিচ্ছে সৌদি পুলিশ। ফেরত আসা কর্মীদের মধ্যে যেমন রয়েছেন দীর্ঘদিন দেশটিতে অবস্থান করা, তেমনি রয়েছেন অতি সম্প্রতি যাওয়া বাংলাদেশিরাও।
জানা গেছে, গত ১১ দিনে প্রায় ৬শ’ বাংলাদেশি দেশে ফিরে যাচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হারে গত ২৬শে সেপ্টেম্বর ৮০ জন, ৩ অক্টোবর ১৪৪ জন ও ৪ অক্টোবর ফিরেছেন ১৭০ জন। এছাড়া এর মধ্যেই বিভিন্ন ফ্লাইটে ২শ’খানেক কর্মী দেশে ফিরেছেন।
আজ ৭ অক্টোবর ১শ’ জনের ফেরত যাওয়ার কথা রয়েছে। ফেরত যাওয়া কর্মীরা বলছেন, সামনে তাঁদের অনিশ্চিত ভবিষ্যত। ধারদেনা করে বিদেশ যাওয়ায় অনেকে বাড়ি ফেরা নিয়েও দোটানায় রয়েছেন। তবে কি কারণে তাঁদের ফেরত পাঠানো হচ্ছে এই ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ দিকে বিমানবন্দর সূত্রে জানা গেছে, নারীকর্মীদের সংগে গণহারে পুরুষকর্মী ফেরত আসা শুরু হয়েছে। শাহজালালের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারি পরিচালক তানভীর আহমেদ জানান, সৌদি থেকে ফেরত আসাদের মধ্যে ৬ বছর আগে যাওয়া লোকজন যেমন আছেন, তেমনি সম্প্রতি যাওয়া কর্মীরাও আছেন। তিনি বলেন, ফেরত আসা এসব কর্মী অভিযোগ করছেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাঁদের আটক করে দেশে ফেরত পাঠানো হচ্ছে। তবে আসল কারণ দূতাবাস বলতে পারবে।