মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: সুখে, দু:খে পাশে চাই, ৯৭ ব্যাচ বন্ধুদের জুড়ি নাই-এ স্লোগানকে সামনে রেখে ১০ ফেব্রুয়ারী ২০২৪ রাতে রাজধানী রিয়াদ ডি প্যালেস পাঁচ তারকা হোটেলে সৌদি আরব রিয়াদ প্রবাসী ৯৭-৯৯ বন্ধু ফোরামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বন্ধু আড্ডায় উপস্থিত ছিলেন আলি নুর ইসলাম রনি, ফয়েজ উদ্দিন লাভলু, আজাদুল হক, রোটা: মো: জাহাঙ্গীর আলম হৃদয়, জেদ্দা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জেদ্দা ৯৭-৯৯ ব্যাচের বন্ধু মোহাম্মদ হানিফ প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয় রিয়াদ এবং এর আশেপাশে বসবাসরত ৯৭-৯৯ ব্যাচের প্রবাসী বন্ধু বাংলাদেশের যে জেলার হোক আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে আসতে পারবেন। প্রবাসে বন্ধুদের যেকোনো বিপদ-আপদে এগিয়ে যাবে ৯৭ বন্ধু ফোরাম। বন্ধুদের কাজের ফাঁকে মাসিক আড্ডার আয়োজন হবে, সেখানে বন্ধুরা হামদ, নাত, কবিতা, গান যার যে অভিজ্ঞতা আছে তা তুলে ধরা হবে। একে অন্যের সঙ্গে যোগাযোগ করার আহবান জানানো হয়েছে।