মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল রাজধানী রিয়াদ বাথাস্থ সামসিয়া প্লাজা লায়ন ইসমাইল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক বর্ণ টিভির পরিচালক ফকির আল আমিনের সঞ্চালনায় বাপ্রসাফের উপদেষ্টা এশিয়ান টিভির রিয়াদ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাপ্রসাফের প্রতিষ্ঠাতা সভাপতি এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চাঁন।
স্বাগত বক্তব্য রাখেন বাপ্রসাফের সিনিয়র সহ সভাপতি মোহনা টিভি সৌদি আরব প্রতিনিধি রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নবযুগ পত্রিকার প্রতিনিধি বাপ্রসাফের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, মাই টিভি প্রতিনিধি ছাদেক আহমাদ, এসএ টিভি প্রতিনিধি ফকির হাকিম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলওয়ার হোসেন সহ শিক্ষাবীদ, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, গণমাধ্যম কর্মী, বাংলাদেশ কমিউনিটি অঙ্গনের বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সহযোগিতায় ফ্রেন্ডী প্যাকেজ ও সানসিটি পলিক্লিনিক।
সবশেষে দেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেন বাংলা ৫২টিভি প্রতিনিধি আরিফুল ইসলাম।