জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরব প্রবাসী সেবা কেন্দ্র EDC কর্মকর্তা আবু সায়েদ মো: তারেকের বাবা মোহাম্মদ আবদুল হাইয়ের মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহিরাজিউন)।
গভীর শোক ও মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সৌদি প্রবাসী সেবা কেন্দ্রের প্রধান উদ্যোগক্তা বিশিষ্ট শিক্ষানুরাগী মো: মনিরুল ইসলাম, মার্কেটিং ডিরেক্টর সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়, এডমিন অফিসার নেওয়াজ, মো: রিপন, মোহাম্মদ হাফিজ ওমর সহ কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
মৃত আবদুল হাই এর দেশের বাড়ি ফেনি সিলোনীয়া বাজার তিনি চানপুর নিবাসী কাদের মেম্বার বাড়ির কাদির মেম্বরের তৃতীয় পুত্র। ৮ ফেব্রুয়ারি ২০২১, সোমবার রাত ১০টায় সময় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।