মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ৭ সেপ্টেম্বর রাতে সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির উদ্যোগে ৪০তম প্রতিষ্ঠাতাবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা রিয়াদস্থ নোফা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ।
সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সভাপতি অধ্যাপক আ,ক,ম রফিকুল ইসলামের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম গাজির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র সহ সভাপতি কারী মোহাম্মদ আবদুল হাকিম ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দাম্মাম কেন্দ্রীয় বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুক মোল্লা, সাধারণ সম্পাদক মামুরুল হুদা মামুন, ফেনী জেলা বিএনপির উপদেষ্টা আনোয়ার হোসেন রতন, পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, রিয়াদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক তালুকদার হারুনুর রশিদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মোঃ ফুজায়েল, কুমিল্লা জেলা বিএনপির উপদেষ্টা মোঃ জামাল মুন্সি, চট্রগ্রাম জেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাকের, সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ, নরসিংদী জেলা বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বায়েজিদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম, সহ সভাপতি রমজান আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ হারুন, প্রধান উপদেষ্টা মোঃ শহীদ, সিনিয়র সহ সভাপতি মোঃ মোহন, সহসভাপতি মোঃ দেলোয়ার হোসেন, কাজী এমরান, মোঃ দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজু পাটোয়ারি, বদিয়া শাখা বিএনপির সভাপতি বাবুল খান বাবুল, কেন্দ্রীয় যুবদলের উপদেষ্টা মোঃ ইউনুস, শাহরাস্তি থানা বিএনপির সভাপতি মোস্তফা কামাল প্রমুখ ।
বক্তারা বলেন সরকার জেল জুলুম দিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আটকে রাখতে পারবেনা, জনগণ সরকারকে ক্ষমা করবেনা, আগামী নির্বাচনের আগেই বেগম জিয়াকে জেল মুক্ত করতে সকল নেতাকর্মীদের ঐক্য গড়ার আহবান জানান ।