মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ২১ জুলাই ২০১৮ শনিবার সকালে সৌদি আরব উয়াদী লেবানে ঢাকা কেরানীগঞ্জ প্রবাসী আশরাফ হৃদরোগে আক্রান্ত হয়ে কিং সালমান হাসপাতালে মারা গেছেন। নিহতের বড় ভাই মো : সালাউদ্দিন এ তথ্য জানিয়েছেন।
নিহত আশরাফ (৩৫) কেরানীগঞ্জ উপজেলার কমলচর মোল্লা বাড়ির ইয়াসিন মিয়ার ছেলে । সে ১০ বছর আগে সৌদি আরবে আসেন ।বর্তমানে তার মরদেহ কিং সালমান হাসপাতালের হিমাগারে রয়েছে।আশরাফের মরদেহ বাংলাদেশে নিতে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন তার পরিবার।