মো : জাহাঙ্গীর অালম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ১৫ নভেম্বর বৃহস্পতিবার রাতে রিয়াদ থেকে মদিনা যাওয়ার পথে সৌদিআরব আল কাসিম নামকস্থানে সড়ক দুর্ঘটনায় চাঁদপুর শাহরাস্তি উপজেলার একই পরিবারের একজন নিহত সহ ১১ জন আহত হয়েছে বলে পরিবারের নিকট আত্মীয় শাহাদাত এর দেয়া সূত্রে জানা গেছে।
জানা যায়, রিয়াদে বসবাসরত শাহ আলম ও ফখরুল ইসলামের পরিবারকে জেয়ারা ভিসায় ওমরাহ্ করার জন্য এনে ছিলেন।
তিনি জানান, ঘটনাস্থলেই ফখরুল ইসলামের শিশু কন্যা আফরিন আক্তার (৯) মারা যান।
আহতরা হলেন ফখরুল ইসলাম (৪০), তার মা শাহানারা বেগম (৬০), স্ত্রী হালিমা বেগম (২৬), শিশু কন্যা আফরিন আক্তার (৯), মনিয়া আক্তার (৬) , লাকসাম মনোহরগঞ্জ উপজেলার তার ভগ্নিপতি মো: শাহ আলম (৩৮), স্ত্রী মরজিনা বেগম (২৩), শিশু কন্যা সায়মা আক্তার (৬), নওশিন আক্তার (৪)।
অপরদিকে গাড়ির চালক লাকসাম মনোহরগঞ্জ উপজেলার ফরিদুল ইসলাম (৪৫), শফিকুল ইসলাম (৩৯), সিরাজুল ইসলাম (৪২) গুরুতর আহত অবস্থায় আলকাসিম, আল রাজ সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও শাহাদাত জানান।
দুর্ঘটনায় একজন নিহত ও অন্যরা আহতের খবর শুনে শাহরাস্তি উপজেলা পৌর ১১ নং ওয়ার্ড এর ভাটুনিখোলা মুন্সিবাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
রিয়াদ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ ব্যাপারে সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।