মো: জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের আল কাসিম বুরাইদা প্রদেশের ওগলাতুর
নামক স্থানে দাব্বাব (মোটরসাইকেল) দুর্ঘটনায় মো: ইমরান হোসেন রিমন (৩০) নিহত হয়েছে। তার মরদেহ বর্তমানে বুরাইদা স্থানীয় ওগলাতুর চতুর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে বলে নিহত ইমরানের মামা মো: সজীব জানান। গত দুই এপ্রিল সন্ধ্যা ৬ টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলেও তিনি জানায়। নিহত ইমরান হোসেন রিমন কুমিল্লা চৌদ্দগ্রাম ২ নং উজিরপুর ইউনিয়ন পরিষদ এর মানিকপুর মিয়া বাড়ি গ্রামের মো: বাবুল মিয়ার ছেলে। তিনি একবছর সাত মাস আগে সৌদি আরবে আসেন।
ইমরানের মরদেহের ব্যাপারে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মেহেদী হাসান এর সাথে যোগাযোগ করা হলে তিনি দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করবেন বলে নিহত ইমরানের মামা সজীবকে জানিয়েছেন।
ইমরান হোসেন রিমন এর মৃত্যুতে সৌদি আরব প্রবাসী কুমিল্লা সোসাইটি ও রিয়াদ বাংলাদেশ থিয়েটার পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।