ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব:
সৌদি আরবে গত একদিনে ৪২৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩৬৩১৫ জন। এ নিয়ে টানা ৩ দিন ধরে দৈনিক ৪ হাজারের উপরে আক্রান্ত হয়ে আসছে দেশটি। গত একদিনে মৃত্যু হয়েছে ৪১জনের। সর্বমোট মৃত্যুর সংখ্যা ১০৫২ জন। আজকের সুস্থ হয়েছেন ১৬৫০জন, সর্বমোট সুস্থ হয়েছেন ৮৯৫৪০জন। সূত্র : সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্রে আরো জানা যায়, দেশটি কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৪৫৭২৩ জন, তম্মধ্যে আশংকা জনক অবস্থায় আছেন ১৯১০ জন।
আক্রান্ত অঞ্চল গুলোর মধ্যে আজও সর্বোচ্চ আক্রান্ত নিয়ে ১ম অবস্থানে আছে দেশটির রাজধানী রিয়াদ ১৬২৯ জন, বন্দর নগরী জেদ্দায় ৪৭৭ জন, মক্কা মুকাররমায় ২২৪ জন, হুফোফ২০০ জন, দাম্মামে ১৯২ জন, আল খোবার১৩২ জন, আল ক্বাতিপ ১১৬ জন, মদিনা মুনাওয়ারায় ১০০ জন, খামিস মুশাইত ৯৫ জন, আল মুবারাজ ৮০ আবহা ৭৭ জন, আল খারিজ ৭১ জন, তায়েপ ৬৫ জন, বুরাইদা ৫৬ জন আল জুবাইল ৫৬ জন, আল দিরিয়াহ ৫৪ জন, সাফওয়া ৫০ জন, ওয়াদি আল দাওয়াসির ৩১ জন, নাজরান ২৪ জন, ইয়ানবু ২২ জন, হাইল ২২ জন, আল মাজাহামিয়া ২২ জন, বিশা ১৮ জন, আল রাস ১৭ জন, আনিজা ১৭ জন, হুরামালা ১৭ জন, আল দায়ের ১৫ জন, আদ্ দরব ১৫ জন, জিজান ১৪ জন, হুতা বনি তামিম ১৪ জন, মাহাইল আসির ১৩ জন, শরুরা ১২ জন, আল মাজামা ১২ জন, আল ক্বোয়াইয়া ১২ জন ও নারিয়া ১১ জন। এ ছাড়াও আরো কিছু অঞ্চলে কয়েকজন করে নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে।
গত ডিসেম্বেরর শেষের দিকে চীনের উহান ১ম এই প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ভাইরাসটিতে এ পর্যন্ত ৮০ লাখ ৪৪ হাজার ৮৩৯ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত প্রাণ গেছে ৪ লাখ ৩৭ হাজার ২৬৩ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯ লাখের বেশী মানুষ।