ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে নতুন করে ৬ জুন, ২০২০ ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৩১২১জন ফলে দেশটির সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮৮৬৯ জন। নতুন মৃত্যুর সংখ্যা ৩৪ জন, সর্বমোট মৃত্যুর সংখ্যা ৬৭৬ জন। নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ১১৭৫ জন, সর্বমোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ৭১৭৯১জন। সূত্র : সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, ভাইরাসটি সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন ২৬৪০২ জন, তৎমধ্যে ১৪৮৪ জন সংকটাপন্ন অবস্থায় আছেন।
আক্রান্ত প্রদেশ গুলোর মধ্য সব চেয়ে বেশী দেশটির রাজধানী রিয়াদে ৯০০ জন, বন্দর নগরী জেদ্দায় ৫৭২ জন, মক্কা মুকাররমায় ২৭৯ জন, মদিনা মুনাওয়ারায় ১৭০ জন, দাম্মাম ১৪৯ জন, হুফুফ ১৪৪ জন, আল ক্বাতিপ ১২১ জন, আল খোবার ৮৬ জন, তায়েপ ৭৬ জণ, আল মুমবারজ ৫৩ জন,আল মুজাহামিয়াহ ৫১, জুবাইল ৪৯ জন, খামিস মুশাইত ৪৭ জন, জাহারান ৩৬ জন, দিরিয়াহ ২৮ জন, বুরাইদা ২৬ জন, আহাদ রুপাইদাহ ২৪ জন, আবহা ১৯ জন, আল খারজ ১৮ জন, হুতা বনিতামিম ১৭ জন, আল জুপর ১৪ জন, সাফওয়া১৩ জন, জিজান ১৩ জন, নাজরান ১০ জন।
আরো কিছু প্রদেশে কয়েক জন করে নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে।
এদিকে দিনে দিনে ভাইরাসটির প্রকোপ দেশটিতে বেড়ে চলেছে যদিও কিছু দিন আক্রান্তের সংখ্যা একটু কম ছিল। তবে মোট আক্রান্ত থেকে সুস্থ হওয়ার সংখ্যা বেশী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বলছে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জনসম্মুখে অবশ্যই সবার মাস্ক পরা উচিত। এর আগে সুস্থ মানুষের মাস্ক না পরলেও চলবে বলে জানালেও মাস্ক না পরে বাইরে চলাচল না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
এদিকে, সৌদি স্বরাস্ট্র মন্ত্রনালয়ের দেয়া বিবৃতিতেও উল্লেখ করা হয় যে ঘরের বাইরে অবস্থানকালীন সময়ে মুখে মাস্ক ব্যবহার না করলে ১০০০ (এক হাজার) সৌদি রিয়াল জরিমানা করা হবে। মাস্ক ব্যবহারের নিয়ম ও প্রণয়ন করেছেন দেশটির সংশ্লিষ্ট কতৃপক্ষ।
১) মাস্ক ব্যবহারের সময়ে নাকমুখ মাস্ক দ্বারা আবৃত থাকতে হবে।
২) নাক মুখ খোলা থাকলে জরিমানা করা হবে।
৩) সামাজিক দূরত্ব বজার রাখতে হবে।
৪) টেম্পারেচার পরিমাপে বাধা দেয়া যাবে না।