ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব প্রতিনিধি:
সৌদি আরবের বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাব কিছু দিন কমার পর আবার বেড়েই চলেছে। ৭ জুন, ২০২০ ২৪ ঘন্টায় দেশটিতে নতুন আক্রান্ত হয়েছে ৩০৪৫ জন, মোট আক্রান্তের সংখ্যা ১০১৯১৪ । সুস্থ হয়েছেন ১০২৬ জন মোট সুস্থের সংখ্যা ৭২৮১৭ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের মোট মৃত্যুর সংখ্যা ৭১২ জন। সূত্র : সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে আরো জানা যায়, দেশটিতে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন ২৮৩৮৫ জন, তৎমধ্যে আশংকা জনক অবস্থায় আছেন ১৫৬৪ জন।
সমীক্ষায় দেখা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে দেশটির রাজধানী রিয়াদে ৭১৭ জন, ২য় স্থানে আছে মুসলমান পবিত্র স্থান মক্কা শরীফে ৬২৩ জন, বন্দর নগরী জেদ্দায় ৩৫১ জন, দাম্মামে ২৫৭ জন, হুফুপে ১৩২ জন, কাতিপে ১২০ জন, মদিনা শরীফে ১১০ জন। তায়েপ ৯৫ জন, আল খোবার ৬২ জন, আল জুবাইল ৬০ জন, আল মুমবারজ ৩৪ জন, জাহারান ৩১ জন, হাপের আল বাতেন ২৭ জন, জিজান ২৭ জন, আদ দিরিয়াহ ২৭ জন, রাস তান্নুরা ২৬ জন, খামিস মুশাইত ২২ জন, ইয়ানবু ২০ জন, সাফওয়া ১৯ জন, আল ওয়ুন ১৮ জন, নাজরান ১৮ জন, বুরাইদা ১৬ জন, আরআর ১৬ জন, আল জুফর ১৫ জন, আল মুজাহামিয়া ১৩ জন, ওয়াদি আল দাওয়াসির ১৩ জন, সাবিয়া ১১ জন, তাবুক ১১ জন, বি’শা ১০ জন, আল খারজ১০ জন। এছাড়া আরো কিছু অঞ্চলে কয়েক জন করে নতুন আক্রান্তের খবর নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ দিকে এ পর্যন্ত শুধু সৌদি আরবের পশ্চিমাঞ্চলের প্রদেশ গুলোতে ১৫৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দেশটির জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেলের শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম।
করোনাভাইরাসের প্রকোপে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭০ লাখের বেশি । মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ১২১ জন। তবে ৩০ লাখ ৯৫ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।