ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া রুগী শনাক্ত হয়েছে ৫ জুন, ২০২০ ২৪ ঘন্টায় ২৫৯১ জন। ফলে দেশটিতে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৫৭৪৮জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে নতুন করে ৩১জনের। ফলে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাড়াঁল ৬৪২ জন। এদিকে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ১৬৫১জন। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হওয়া রুগী সর্বমোট সুস্থ হয়েছেন ৭০৬১৬জন। সূত্র : সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। আরও জানা যায় বর্তমানে ভাইরাসটি সংক্রমিত হয়ে চিকিৎসাধীন আছেন ২৪৪৯০ জন। সেখানে আশংকা জনক অবস্থার আছে ১৪১২ জন।
আক্রান্ত অঞ্চল গুলোর মধ্যে নতুনভাবে আক্রান্ত হয়েছেন সবচেয়ে বেশী দেশটির রাজধানী, রিয়াদে; ৭১৯ জন। ২য় স্থানে রয়েছে বন্দর নগরী জেদ্দায় ৪৫৯ জন, মক্কা মুকাররমায় ২৫৪ জন, মদিনা মুনাওয়ারায় ১২৯ জন। হুফুপ ১০২ জন, দাম্মামে ৯০ জন, আল খোবার ৮১ জন, ক্বাতিপ ৭৬ জন, আল জুবাইল ৬৬জন, আল মুমবারজ ৬০ জন, বুরাইদা ৪৮ জন, জাহারান ৪৫ জন, তায়েপ ৩১ জন, খামিস মুশাইত ২৯ জন। এছাড়া আরো কিছু অঞ্চলে কয়েক জন করে নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে।
করোনার প্রকোপ দেশটিতে বাড়তে থাকায় ৬ জুন, ২০২০ থেকে ২১ জুন পর্যন্ত ১৫ দিনের জন্য শুধু জেদ্দায় কারফিউয়ের সময় পরিবর্তন করা হয়েছে। বিকেল ৩টা থেকে কারফিউ শুরু হয়ে সকাল ৬টায় শেষ হবে। অর্থাৎ সকাল ৬ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে যা আগে সকাল ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ত ছিল। এ সময়ের মধ্যে সরকারি-বেসরকারি অফিস, আদালতসহ মসজিদে নামাজ পড়া ও ৫ জনের বেশি জমায়েত হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কারফিউকালীন সামাজিক দূরত্ব বজায় না রাখলে মোটা অংকের জরিমানা গুণতে হতে পারে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এ সংবাদ প্রকাশ করেছে।
দেশটি করোনায় সংক্রমিত হয়ে অন্যান্য দেশের নাগরিকদের তুলনায় প্রবাসী বাংলাদেশি আক্রান্ত এবং মৃত্যুর হার বেশী। বিশেষজ্ঞদের অভিমত অসচেতনতা এবং এক সাথে গাদাগাদি করে বসবাস করায় এর অন্যতম কারণ।