ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতি নিয়ত বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন শনাক্ত হয়েছে ৭৬২ জন, মোট আক্রান্তের সংখ্যা ৭১৪২ । সুস্থ হয়েছেন ১১৮ জন মোট সুস্থের সংখ্যা ১০৪৯ জন,। মৃত্যু হয়েছে ৪ জনের মোট মৃত্যুর সংখ্যা ৮৭ জন।
সূত্র: সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটিতে দিন দিন বেড়েই চলেছে করোনার বিস্তার। সমীক্ষায় দেখা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় বিশ্ব মুসলিমের অন্যতম পবিত্র স্থান মক্কা শরীফে সবচেয়ে বেশী করোনার রুগী শনাক্ত হয়েছে যার সংখ্যা ৩২৫ । তার দ্বিতীয়তে দেশটির তথা বিশ্ব মুসলিমের আরেক পবিত্র স্থান মদিনা শরীফে যার সংখ্যা ১৯৭।
এ দিকে দেশটির ইংরেজি দৈনিক আরব নিউজ পত্রিকা এর সংবাদ এর মাধ্যমে জানা যায়, আজ ১৭ এপ্রিল, ২০২০ শুক্রবার দেশটির গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ আল এল শেখ বলেছেন, মহামারী করোনা ভাইরাসের প্রকোপ এভাবে বাড়তে থাকলে মুসলমানদের প্রধান উৎসব আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজও ঈদগাহে বা মসজিদে আয়োজন হতে বিরত থাকতে হবে। ঈদের খুৎবাও পরিচালিত হবেনা। আসন্ন রমজানে তারাবীর নামাজও ঘরে আদায় করতে হবে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম শনাক্ত করা হয় করোনাভাইরাস। দেশটিতে এ পর্যন্ত মোট মারা গেছে ৪ হাজার ৩৪২ জন, আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৩৪১ জন। দেশটিতে এ পর্যন্ত ৭৭ হাজার ৮৯২ জন সুস্থ হয়েছে। গত ২৪ ঘণ্টায় চীনে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪৬ জন, আর মারা গেছে ১ জন।
ইতোমধ্যেই বিশ্বের অন্তত ২১০টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ৫৫জন। আর সুস্থ হয়ে উঠেছেন সাড়ে পাঁচ লাখেরও বেশি মানুষ।