ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব: সৌদি আরবের বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতি নিয়ত বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন শনাক্ত হয়েছে ৫১৮ জন, মোট আক্রান্তের সংখ্যা ৫৩৮০ । সুস্থ হয়েছেন ৫৯ জন মোট সুস্থের সংখ্যা ৯৩১ জন,। মৃত্যু হয়েছে ৪ জনের মোট মৃত্যুর সংখ্যা ৮৩ জন। সূত্র : সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
সমীক্ষায় দেখা গিয়েছে যে, গত ২৪ দেশটির ২য় বৃহত্তম শহর বন্দর নগরী জেদ্দায় সবচেয়ে বেশী করোনার রোগী শনাক্ত হয়েছে। এর পর রাজধানী রিয়াদে। সম্প্রতি দেশটির নিউজ পোর্টালের এক জরীপে উঠে এসেছে। করোনা আক্রান্তের সংখ্যা স্থানীয়দের চাইতে তুলনা মূলক ভাবে দেশটির প্রবাসী নাগরিকদের বেশী যা প্রায় ৭০-৮০ শতাংশ। দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে বার বার সতর্ক করা করা হচ্ছে যে, তার দেশের নাগরিক সহ সকল প্রবাসীদের মন্ত্রণালয়ের দেওয়া করোনা সংক্রান্ত যাবতীয় আদেশ ও নির্দেশনা মেনে চলার। প্রবাসী কমিউনিটি এবং এক জন আরেক জনকে নিজ নিজ ভাষায় সচেতনতা মূলক পরামর্শ দেওয়ার জন্য। নিতান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য। মধ্যপ্রাচ্য জুড়ে মহামারী আকারে ধারণ করা এ ভাইরাসে প্রায় ৯০ হজার মানুষ আক্রান্ত হয়েছেন।সবচেয়ে বেশী আক্রান্ত হওয়া ইরান। মধ্যপ্রাচ্যের এ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯২ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৯ জন
দেশটির এক সংবাদ মাধ্যম এ প্রকাশিত ব্রিফিংয়ে বৃহস্পতিবার ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপৌর জানান, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৬০৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৯৯৫ জন।
গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবার ধরা পড়ে কোভিড-১৯ । ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৮ জন। আর সুস্থ হয়ে উঠেছেন পাঁচ লাখেরও বেশি মানুষ।