ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব প্রতিনিধি:
সৌদিআরবে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩০৩৬ জন, এ নিয়ে সৌদিতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২২০১৪৪ জনএবং গত ২৪ ঘন্টা সুস্থ হয়েছে ৩২১১ জন, মোট সুস্থ হওয়ার সংখ্যা ১৫৮০৫০জন ৷ গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেন ৪২ জন এবং এই পর্যন্ত মোট মৃত্যের সংখ্যা ২০৫৯ জন ৷
মধ্যপ্রাচ্যের এ দেশটিতে করোনার প্রকোপ বাড়লেও গত দুই দিন থেকে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে এবং সুস্থের সংখ্যা বাড়তেছে। আজ আক্রান্তের সংখ্যার চেয়ে সুস্থের সংখ্যা বেশী ৩২১১ জন। গত কালও আক্রান্তের সংখ্যা থেকে সুস্থের সংখ্যা বেশী ছিল । গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৩৩৯২ জন, সুস্থের সংখ্যা ছিল ৫২০৫ জন। সূত্র : সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্রে আরো জানা যায়, দেশটি কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৬০০৩৫ জন তম্মধ্যে আশংকা জনক অবস্থায় আছেন ২২৬৩ জন।
আক্রান্ত অঞ্চল গুলোর মধ্যে রিয়াদ ২৮৮ জন, জেদ্দা ২৪৩ জন, তায়েপ ১৮৭ জন, হুফোপ ১৭১ জন, মক্কা মুকাররমা ১৪২ জন, খামিস মুশাইত ১৪১ জন, দাম্মাম ১৩৩ জন, আল মুবারাজ ১২২ জন, মদিনা মুনাওয়ারা ১১৭ জন, আবহা ৮৯ জন,মাহাইল আসির ৭৬ জন, হায়েল ৬৬ জন, নাজরান ৬৬ জন, আল ক্বাতিপ ৬৫ জন, ইয়ানবু ৫৭ জন, জাহারান ৪৭ জন আরও কিছু অঞ্চলে নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে।
গত ডিসেম্বেরর শেষের দিকে চীনের উহান ১ম এই প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ভাইরাসটিতে এ পর্যন্ত ১ কোটি ১৮ লাখ ৫২ হাজার ১০২ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত প্রাণ গেছে ৫ লাখ ৪৪ হাজার ৭২৬ জন । এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৪ লাখ ৬৮ হাজারেরও বেশী মানুষ।