মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: বাংলাদেশের সাথে মিল রেখে ঢাকা শিক্ষা বোর্ডের আওতায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এসএসসি পরীক্ষা চলাকালীন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (বাংলা সেকশন) কেন্দ্র পরিদর্শন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।
স্থানীয় সময় সকাল ৮:৩০ তিনি রিয়াদস্থ বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী পরিচালিত এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন । এসময় রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার এস এম রাকিব সঙ্গে ছিলেন।
এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,ঢাকার অধীনে রিয়াদ কেন্দ্রে ৪৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। একই ভাবে জেদ্দা স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে শিক্ষার্থী।
বাংলাদেশ সময় সকাল ১০টা আর সৌদি আরব সাথে মিল রেখে নির্ধারিত রুটিন অনুযায়ী স্থানীয় সময় সকাল ৭ টা পরিক্ষা শুরু হয়েছে এবং একই নিয়মে পরীক্ষা চলবে।
পরিক্ষার পরিবেশ দেখে রাস্ট্রদুত সন্তোষ প্রকাশ করেন। পরিক্ষা চলাকালীন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলওয়ার হোসাইন, স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান মো: শোয়াইব সহ কতৃপক্ষ উপস্থিত ছিলেন।