মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: রিয়াদ শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আল খারজ এলাকায় মাজরা (কৃষি খামার) তে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের খোঁজ খবর নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি তাদের সাথে ঘুরে ঘুরে তাদের হাতে মরুর বুকে গড়ে ওঠা কৃষি খামারের বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন।
উপদেষ্টা তাদের সব সুবিধা অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তা সমাধানের বিষয়ে সরকার কাজ করছে মর্মে তাদেরকে আশ্বস্ত করেন।
উপদেষ্টা তাদের বসবাসের জায়গাও ঘুরে দেখেন এবং তাদের খাবারের বিষয়েও খোঁজ নেন। তিনি তাদেরকে এত কষ্ট করে উর্পাজিত রেমিট্যান্স বাংলাদেশে পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং তাদের যেকোন প্রয়োজনে দূতাবাসের সহযোগিতা নিতে পরামর্শ দেন।