ক ম জামাল উদ্দীন, খামিস মুশাইত, সৌদিআরব প্রতিনিধি: বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, ফটিকছড়ি থেকে দুইবার নির্বাচিত সাবেক সাংসদ,সাবেক রাষ্ট্রদূত, রূপালী ব্যাংকের সাবেক পরিচালক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল আলম চৌধুরীর মৃত্যুতে শোকসভা পালন করেছেন বঙ্গবন্ধু পরিষদ, আছির প্রদেশ কেন্দ্রীয় কমিটি সৌদি আরব।
৩০ জানুয়ারি সৌদি আরবের খামিস মুশাইতস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নুরুল আবছার ও সঞ্চালক ছিলেন হেসাইন মো. কামাল চৌধুরী। শোক সভায় প্রধান অতিথি ছিলেন সফিউল আজম, প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা সালাউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন আহমেদ আলী নঈমী, আজাদ রহমান, ওমর ফারুক।
বক্তব্য দেন – রাশেদুল আলম, মহিউদ্দীন, নুর কাশেম, আমান উল্লাহ, ফারেস উদ্দীন, আব্দুল জাব্বার, দিদারুল ইসলাম প্রমুখ। সভায় বক্তরা তাদের বক্তব্যে বর্ষীয়ান রাজনীতিবিদের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এ মহান নেতার মৃত্যুতে জাতি একজন রাজনৈতিক আকাশের উজ্জ্বল নক্ষত্রকে হারালো। বক্তারা আরো বলেন, বরেণ্য এ রাজনীতিক ছাত্রজীবনেই আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীর বাঙ্গালীর মুক্তির সংগ্রামে অকোতোভয় সৈনিক হিসেবে তিনি দেশের জন্য লড়েছিলেন।
১৯৭৩ সালে বঙ্গবন্ধুর পার্লামেন্টে মাত্র ২৭ বছর বয়সে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের প্রতিবাদ করতে গিয়ে তিনি কারা নির্যাতিতও হয়েছিলেন। শেষে এ মহান নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোআ মাহফিল পরিচালনা করেন মাওলানা মোঃ ইউসুফ। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।