ক.ম. জামাল উদ্দীন, খামিস মুশায়েত, সৌদিঅারব প্রতিনিধি:: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বঙ্গবন্ধু পরিষদ আসির প্রদেশ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সৌদি আরব।
সংগঠনের আহ্বায়ক জনাব আবুবকর কামালের সভাপতিত্বে ও যুগ্ন সদস্য সচিব জনাব হোসাইন মোঃ কামালউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জনাব নুরুল আবছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিউল আজম, এস,এম,জাহাঙ্গীর আলম, শেলু চৌধুরী, আনোয়ার মোস্তাক, ফারুক রহমান, আহমদ আলী নঈমী।
প্রস্তুতি সভায় প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব জনাব আজাদ রহমান। বিশেষ বক্তা ছিলেন মোঃ এ.রহিম মাহমুদী। এছাড়াও বক্তব্য রাখেন মোঃ ইসমাইল, মোঃ ওমর ফারুক, মোস্তাক আহমেদ, মোঃ মাহিনউদ্দিন স্বাধীন আহমেদ মিঠু, মোঃ কোরবান আলী, মোঃ আব্দুল জব্বার, আইয়ুব আকবর, আব্দুল জলিল প্রমুখ।
সভায় ঢাকায় বাস দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। তাদের ন্যায্য আন্দোলনের প্রতি সমর্থন ব্যাক্ত করা হয়। সদ্যঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কমিটিকে মুজিবীয় শুভেচ্ছা, অভিনন্দন ও উক্ত কমিটির সাফল্য কামনা করা হয়। সংগঠনের কার্যকরী সদস্য জনাব মোঃ কোরবান আলীকে বিদায় সংবর্ধনায় সংবর্ধিত করা হয়। এছাড়াও আগামী ১৫আগস্ট বুধবার ৯:০০ঘটিকা) স্থানীয় শ্যামল বাংলা হোটেল মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মেজবানের সিদ্ধান্ত গৃহীত হয় এবং উক্ত অনুষ্ঠান সফল করার নিমিত্তে আওয়ামী পরিবারের সকল সদস্যদের যথাসময়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার আহ্বান ও নিমন্ত্রন জানানো হয়।