ক.ম জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: ৩ নভেম্বর সৌদির খামিস মুশাইতস্থ স্থানীয় একটি হোটেল মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ, আসির প্রদেশ কেন্দ্রীয় কমিটি, সৌদি আরবের ব্যবস্থাপনায় জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নুরুল আবছার এর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম কামাল চৌধুরী এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা আনোয়ার মোস্তাক।
প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপদেষ্টা সফিউল আলম, উপদেষ্টা আবুল কালাম আজাদ, সহ সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সহ সভাপতি ফারুক রহমান, সহ সভাপতি আব্দুল করিম, মাওলানা আজিজুল করিম, ইন্জিনিয়ার সাইফুল ইসলাম, রহিম মাহমুদি, মো:সালাউদ্দীন।
বক্তব্য দেন মো:নাসির উদ্দীন, মাওলাা মনির, মোঃ এমদাদ চৌধুরি, মো:লোকমান, মো: এয়াকুব, মোঃ দিদার, আমির হোসেন, আব্দুল কুদ্দুস, ওয়াহেদ আলী, ফারেস উদ্দীন, আমানউল্লাহ, মো: রহিম, মোঃ মোজাফ্ফর, মো: আজম, মোঃ মোস্তাক, মিন্টু সুশীল, হারাধন দে প্রমুখ।
বক্তরা বলেন, বাংলাদেশিদের জন্যে কষ্টের ও কলঙ্কের চিহ্ন হয়ে আছে ১৯৭৫ -সালের ১৫ আগস্ট এবং তার পর যেই দিনটি তা হচ্ছে ৩ নভেম্বর – জেল হত্যা দিবস। বাংলাদেশের রূপকারদের মধ্যে প্রধান ৫ জনকে ১৯৭৫ সালে নির্মমভাবে হত্যা করা হয় – তাদের মধ্যে চারজনকে সভ্যতার নিয়মনীতি ও আইনের শাসনের চরম লংঘন করে জেলের ভিতর হত্যা করা হয়। নির্মম হত্যাকান্ডে নিহত চারজন হলেন, ১) সৈয়দ নজরুল ইসলাম, ২) তাজউদ্দিন আহম্মেদ, ৩) কামরুজ্জামান, ৪) ক্যাপ্টেন মনসুর আলী।
সভা সমাপ্তিলগ্নে বঙ্গবন্ধু সহ জতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতির সমাপনী বক্তব্যের পর সভা সমাপ্তি ঘোষণা করা হয়।