ক ম জামাল উদ্দীন, খামিস মুশাইত, সৌদিআরব প্রতিনিধি: মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যদায় ২১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু পরিষদ, আসির প্রদেশ কেন্দ্রীয় কমিটি সৌদি আরব এর ব্যবস্থাপনায় খামিস মুশাইতস্থ স্থানীয় একটি হেটেল মিলয়াতনে অনুষ্ঠিত হয়।
সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাদ রহমানের সঞ্চালনায় দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন সৌদির কিং খালিদ বিশ্ব বিদ্যালয়ের ইংরেজি প্রভাষক অধ্যাপক উসামা খালিদ। বিশেষ অতিথি ছিলেন এস এম জাহাঙ্গীর আলম, আনেয়ার মোস্তাক, আহমেদ আলী নঈমী, ওমর ফারুক।

প্রধান বক্তা ছিলেন হোসাইন মো. কামাল চৌধুরী। বক্তব্য দেন এমদাদ হোসেন, আমান উল্লাহ, নুর কাশেম,মহিউদ্দীন, নাছির উদ্দীন,মুহাম্মদ আজম,ফারেস উদ্দীন, বেলাল হেসেন, তাফু বড়ুয়া, মনির আহমেদ, আমির হোসেন ও শহীদুল আলম প্রমুখ। ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউছুফের কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়।

সভায় বক্তারা বলেন, পাকিস্তানি দোসররা আমাদের মায়ের ভাষা আমাদের মুখ থেকে কেড়ে নিতে ছেয়েছিল কিন্তু আমাদের বাংলা মায়ের দামাল ছেলেরা তাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিল। বুকভরা সাহস নিয়ে তাদের বিরুদ্ধে ঝাপিয়ে পড়েছিল সেই প্রভাত ফেরির দিন মহান একুশে ফেব্রুয়ারি । সে দিন শহীদ হয়েছিল সালাম, জববার, রফিক, বরকত সহ আরো অনেকে। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমাদের শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের ইউনেস্কো স্বীকৃতি প্রদান করছেন। আজ এই দিবসটি পাকিস্তানেও পালিত হচ্ছে।
সভায় উপস্থিত ব্যক্তিবর্গ শহীদ দিবসের সকল শহীদ এবং গতকাল ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের সকল নিহত দের সম্মানার্থে দাঁড়িয়ে নিরবতা পালন করেন। এবং ঐ সকল শহীদ ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ইউছুফ।
সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সহ বিপুল পরিমাণ প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। এ যেন বিদেশের মাটিতে নিজ মায়ের ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে স্বগৌরবে মায়ের ভাষার উৎসব উপভোগ করতে প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলা।