ক.ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব প্রতিনিধি: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার ব্যবস্থাপনায় ২৬ ও ২৭ এপ্রিল শুক্র ও শনিবার সৌদির আসির প্রদেশস্থ খামিস মুশাইতে প্রবাসীদের পাসপোর্ট সেবাসহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়।
স্থানীয় বাংলা মার্কেটের পশ্চিম পার্শ্বস্থ এলাকায় এ সেবা দেওয়া হয়। প্রায় ১৫ দিন আগে থেকে কয়েকটি অনলাইন নিউজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ও প্রবাসীদের দ্বারা হেন্ড বিলের মাধ্যমে কনস্যুলেট সেবার সংবাদ প্রচারিত হওয়ায় দুই দিন যাবৎ বিপুল প্রবাসী বাংলাদেশিদের সমাগম হতে দেখা যায়।
খামিস মুশাইত সহ পার্শ্ববর্তী এলাকা আবহা, মাহাইল, দরব, নাজরান, জিজান, আল নামাস, তানদাহা, ওয়াদিবিন, হাসবাল, সারাত আবিদা, হারাজা, জাহারান আল জুনুব , তরিব ও তাছলিস থেকে আাসা প্রবাসীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।
কনস্যুলেট সেবা সকাল ৮টা থেকে থাকলেও ফজরের নামাজের পর থেকে প্রবাসীদের সারিবদ্ধভাবে দাড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। কনস্যুলেট টিমের আন্তরিকতা ও স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সহোযোগিতায় সুশৃঙ্খলভাবে প্রবাসীদের পাসপোর্ট সেবা সহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত কনসাল জেনারেল আমিনুল ইসলাম প্রবাস মেলাকে বলেন, আমরা প্রবাসীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি, ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। ১ম সচিব ও কার্যালয় প্রধান মোস্তফা জামিল খান প্রবাস মেলাকে বলেন, এবারের খামিস ট্যুরে আমরা প্রায় চার হাজার প্রবাসীদের পাসপোর্ট সেবা সহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা প্রদান করি। বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন, দুইদিন যাবৎ এম আর পি ইস্যু করেন- ৪১৭টি, আইন গত সহায়তা প্রদান ৫০ ,আউট পাস -০১, রিনিয়্যু -১৮৪১,এম আর পি ডেলিভারি দেন – ১৪৮২টি, সমস্যাজনিত ফাইল -১২ টি এ তথ্যগুলেঅ জানান ।
টীমের সাথে আরও উপস্থিত ছিলেন কনস্যুলার মুজিবুর রহমান ও কনস্যুলার কে এম সালাউদ্দীন।
সোনালী ব্যাংক প্রতিনিধি ফজলে কবির বলেন, এবারের খামিস ট্যুরে ৯.২৫ লক্ষ টাকার ওয়েজ আর্নাস বন্ড ও ৪৭টি একাউন্ট খোলার কাজ সম্পন্ন করা হয় এবং কর্মকর্তা হুমায়ুন কবিরের কাছ থেকে আরো জানা যায়, ২৪৭টি ওয়েজ আর্নাস মেম্বারশিপ কার্ডের কাজ সম্পন্ন করেছেন তারা। কনস্যুলেট টীমের সাথে স্থানীয় বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আজাদ রহমান ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।