কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবাষিকী পালন ও দলের চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে আল-হাছার স্থানীয় একটি হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সৌদিআরব আল-হাছা প্রাদেশীক কেন্দ্রীয় আহবায়ক কমিটির আহবায়ক মোশাররফ হোসেন খাঁনের সভাপতিত্বে ও সৌদিআরব আল-হাছা প্রদেশিক কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব লোকমান হোসেন সওদাগরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সৌদিআরব আল-হাছা প্রদেশীক কমিটির সাবেক সভাপতি নেয়ামুল কবির।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদিআরব আল-হাছা প্রদেশীক কেন্দ্রীয় আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জহিরুল আলম চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক আবদুল আজিজ বাহার, সৌদিআরব আল-হাছা প্রদেশীক কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন তালুকদার, সৌদিআরব আল-হাছা মহানগর বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, আহবায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম, জাকির খাঁন, মনজুর হোসেন, সৌদিআরব আল-হাছা যুবদলের সভাপতি নুরুল ইসলাম ভূইয়া, আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম, ফজলুর রহমান, উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আল-হাছা বিএনপির চট্টগ্রাম বিএনপির সভাপতি দিদারুল আলম, প্রবীণ নেতা আনেয়ার হোসেন, আল-হাছা যুবদলের সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম অপু, আল- সোভা শাখা বিএনপির সভাপতি ইদ্রিস, বিএনপি নেতা নাজিমউদ্দীন, এমদাদ তালুকদার, মামুন, নাছির, লোকমান সহ আরো অনেকে।
বক্তারা শহিদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় ও বেগম খালেদা জিয়া সহ সকল বিএনপি নেতেকর্মীদের মঙ্গল কামনায় দোয়া করা হয়। উক্ত আলোচনা সভায় বিপুলসংখ্যক প্রবাসী বিএনপির নেতাকর্মী অংশগ্রহণ করেন। সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি অধ্যপক আ ক ম রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক ফারুক আহমেদ চান সকল প্রদেশ যথাযথ ভাবে দলের ৪১তম প্রতিষ্ঠাবাষিকী পালনের ঘোষনা দেন তারই আলোকে সকল প্রদেশে কর্মসূচীর অংশ হিসাবে দলের প্রতিষ্ঠাবাষিকী আল হাসা প্রদেশেও পালন করা হয়।