ক ম জামাল উদ্দীন, খামিস মোশায়েত, সৌদিআরব প্রতিনিধি: মহান বিজয় দিবস উদযাপন ও সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী সংসদের অভিষেক উপলক্ষ্যে প্রস্তুতি সভা ও কক্সবাজার ৩নং সদর আসনের মহাজোট প্রার্থী দেশরত্ন শেখ হাসিনার আস্থাভাজন জননেতা সাইমুম সারওয়ার কমলের সমর্থনে নির্বাচনী সভা করেছে সৌদিআরব বঙ্গবন্ধু পরিষদ আছির প্রদেশ কেন্দ্রীয় কমিটি। ৬ ডিসেম্বর ২০১৮সৌদর খামিস মুশাইতস্থ স্থানীয় হোটেল মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও সৌদি জার্মান হাসপাতাল আছির শাখার সাপোর্ট সার্ভিসেস ম্যানেজার আবুবকর কামাল ও সঞ্চালনা করেন সদস্য সচিব আজাদ রহমান। সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন মক্কা মহানগর সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার, আহমদ আলী নঈমী, এস,এম,জাহাঙ্গীর আলম।
প্রধান বক্তা ছিলেন যুগ্ম সদস্য সচিব এইচ,এম,কামাল চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন ফারুক রহমান। আরো বক্তব্য দেন এম,এ,রহিম মাহমুদী, ওমর ফারুক, আশরাফ চৌধুরী, জহিরুল ইসলাম, আব্দুল করিম, জাবেদুল আলম, কায়ছার আহমেদ,বি,কে,হাবীব, মৌলানা ইউসুফ, আব্দুল হক প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলানা জাকির হোসেন।
সভায় আগামী ২০ ডিসেম্বর ২০১৮ বাদ এশা সৌদি জার্মান হাসপাতাল আছির শাখার মিলনায়তনে অনুষ্ঠিতব্য বিজয় দিবস ও অভিষেক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জননেতা সাইমুম সরওয়ার কমলের সংসদীয় আসনের বাসিন্দা তথা ভোটার, সমর্থক তথা সারা বাংলাদেশে মহাজোট সমর্থিত প্রার্থীদের বিজয়ী করে আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী করার সংগ্রামে আত্মনিয়োগ করার আহ্বান জানানো হয়।