ক ম জামাল উদ্দীন, খামিস মোশায়েত, সৌদিআরব প্রতিনিধি: : বাঙ্গালি জাতীর পরম কাঙ্ক্ষিত পুরুষ, স্বাধীন বাংলার রূপকার , জাতির জনক বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিজয় উল্লাস উদযাপন করেছে বঙ্গবন্ধু পরিষদ আছির প্রদেশ কেন্দ্রীয় কমিটি সৌদি আরব।
১০ জানুয়ারি ২০১৮ রাত দশ ঘটিকায় স্থানীয় হোটেল মিলনায়তনে মৌলানা মোঃ মনিরুল ইসলামের সুললিত কন্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল আবছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাদ রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা ও সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রনেতা আবুবকর কামাল। বিশেষ অতিথি ছিলেন মোঃ শফিউল আজম, আনোয়ার মোস্তাক, মোঃ জাহাঙ্গীর আলম, এস,এম,জাহাঙ্গীর আলম, ফারুক রহমান, আব্দুল করিম।
প্রধান বক্তা ছিলেন এইচ,এম,কামাল চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন এম,এ, রহিম ফারুক মাহমুদী ও মোঃ ওমর ফারুক। বক্তব্য দেন মোঃ জহিরুল ইসলাম মোঃ এমদাদুল ইসলাম চৌধুরী, নুরুল কাশেম, মৌলানা মোঃ পারভেজ, হাসান বাবু, বেলাল উদ্দিন, মোঃ রাশেদুল আলম ও মোঃ নিজামুল ইসলাম প্রমূখ।
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক, সমবেদনা ও মহান আল্লাহর নিকট তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারবর্গ, জাতীয় চারনেতা, মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীরদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলানা মোঃ ইউসুফ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ১০ জানুয়ারীর গুরুত্ব সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বলেন, স্বাধীনতার প্রকৃত স্বাদ ও পূর্ণতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমেই পূর্ণতা পায়। তার অগমণ সদ্য-স্বাধীন সোনার বাংলাকে নিশ্চিত গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা পায়। জাতি পায় এগিয়ে যাওয়ার দিশা ও আত্মনির্ভরশীলতার মূলমন্ত্র।
বক্তাগন নবনির্বাচিত সংসদ সদস্য, নবগঠিত মন্ত্রীপরিষদ সর্বোপরি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সভার সভাপতি উন্নয়নের অগ্রযাত্রায় সকল প্রবাসীদের ভূমিকা,আজকের সভাকে সাফল্যমন্ডিত করার মহাযজ্ঞে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ ও ভোজসভায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে সভার সফল সমাপ্তি ঘোষণা করেন।