খলিল চৌধুরী, জেদ্দা, সৌদিআরব: চলতি মৌসুমে হজ পালন করতে এসে সৌদি আরবের মক্কা ও জেদ্দায় আরো তিন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। ১২-আগস্ট শনিবার এ তিনজন হজযাত্রী মারা যান। মক্কায় বাংলাদেশ হজ কার্যালয়ের হজ কাউন্সেলর মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তিন বাংলাদেশি হজযাত্রী হলেন সুনামগঞ্জ জেলার ধর্মপাশার মো. নাজমুল হোসাইন (৪১), চট্টগ্রাম বাঁশখালী সাধনপুরের গোলাম রহমান (৬১) ও শেরপুর জেলার মো. মঈন উদ্দিন (৭৪)। চলতি মৌসুমে সৌদি আরবে হজ করতে এসে এ পর্যন্ত ৩০ বাংলাদেশির মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ২৪ ও নারী ৬ জন। মক্কায় ২৩, মদিনায় ৫ ও জেদ্দায় ২ জন বাংলাদেশি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন মক্কায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সেলর মাকসুদুর রহমান।