মোহাম্মদ ফিরোজ, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবের রাজধানী রিয়াদ, আবহা ও নাজরানে পৃথক সড়ক দূর্ঘটনায় একদিন ব্যবধানে তিন বাংলাদেশি নিহত হয়েছে।
সৌদির আবহা মাহাইলের মাকুয়া এলাকায় মুহাম্মদ ইব্রাহিম (৫৭) এক বাংলাদেশি নিহত হয়েছে, অপরদিকে রিয়াদে বাদল মিয়া (৪২) ও নাজরানে মুহাম্মদ ইয়ামিন (২৮) নামে আরও দুই বাংলাদেশি কাজ শেষে নিজ বাসায় ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হয়।
২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার আবহা মাহাইলের মাকুয়া এলাকায় কাজ শেষে বাসায় ফিরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হয় মোহাম্মদ ইব্রাহিম । নিহত ইব্রাহিম গাড়ি ইঞ্জিনের মেকানিকের কাজ করতেন।
নিহত মুহাম্মদ ইব্রাহিম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন সদর ইউনিয়নের সাতগড়িয়া পাড়া নিবাসী মরহুম মিয়া জানের পুত্র। নিহত ইব্রাহিম র্দীঘ ২০ বছর ধরে সৌদিআরবে কাজ করে আসছেন।
অন্যদিকে গত ২৬ ফেব্রুয়ারি নাজরান শহরে কাজ করে বাসায় ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ও রাস্তা পারাপার হওয়ার সময় দুইজ নিহত হয়।
জানা যায়, প্রতিদিনের মতে নাজরান শহর থেকে কাজ শেষে বিকালে সৌদির রাজধানী রিয়াদে বাসায় ফেরার সময় আল-বিশাল এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আহত হন মুহাম্মদ ইয়ামিনসহ আরও কয়েকজন। স্থানীয় সৌদি পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশি যুবক মুহাম্মদ ইয়ামিন মারা যান।
নিহত মুহাম্মদ ইয়ামিনের বাড়ি লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের বালুধুম গ্রাম নিবাসী মুহাম্মদ আবুল বাশারের পুত্র।
অন্য জন হল বাদল মিয়া গত ২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে সৌদি আরবের রিয়াদে রাস্তা পার হওয়ার সময় সড়ক দূর্ঘটনায় নিহত হন।
নিহত বাদল মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামের মৃত মো: সুলতান উদ্দিনের ছোট ছেলে।