কামাল পারভেজ অভি, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের তাবুকে সড়ক দূর্ঘটনায় আবদুল্লাহ আল নোমান (৩০) নামে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত আবদুল্লা আল নোমান নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরহাজারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা।
খোজ নিয়ে জানা যায়, ২১ মার্চ ২০২০, শনিবার সৌদি স্থানীয় সময় রাত ৮টায় মদিনার পাশ্ববর্তী তাবুক রোডে আল-হায়াত নামক স্থানে তিনি বালু ঝড়ের কবলে পড়লে এই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
এ দূর্ঘটনায় নূর নবী নামে আরও এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত নূর নবীর পরিচয় পাওয়া যায়নি।
নোমান দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিডি ফুডস কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।