কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিঅারব প্রতিনিধি: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোর্শেদুল আমিন (৪০) নামের এক বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। শনিবার সকালে জেদ্দা থেকে মক্কা যাওয়ার পথে জেদ্দা-মক্কা সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোর্শেদুল আমিন ওরফে মুর্শেদ স্যার কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকার বাসিন্দা। দেশে তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের চাচাতো ভাই সেলিম আহমদ জানান, মোর্শেদুল আমিন কাজের উদ্দেশে জেদ্দা থেকে মক্কা যাচ্ছিলেন। এ সময় তাঁর গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ মোর্শেদ মারা যান। চালকের নাম-পরিচয় জানা যায়নি। নিহতের মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সেলিম আহমদ। এদিকে, মোর্শেদুল আমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে আসে।