কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবের মদিনায় ওমরাহযাত্রীদের বহনকারী বাস দুর্ঘটনায় নিখোঁজদের পরিবারকে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। রবিবার ২০ অক্টোবর স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ১৬ অক্টোবর সন্ধ্যায় মদিনা থেকে মক্কা যাওয়ার পথে আল-আকহাল নামক স্থানে সংঘটিত সড়ক দুর্ঘটনায় একটি বাস পুড়ে ছাই হয়ে যায়। ওই দুর্ঘটনায় ৩৬ জন মারা যান। তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশি রয়েছেন বলেও জানা গেছে।
রিয়াদ থেকে পাওয়া তালিকা অনুযায়ী, ওই বাসে বাংলাদেশি ১২ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে মোক্তার, বেলাল, হুমায়ুন, নাছির, রুহুল আমিন, মনুমিয়া, হাকিম, সাকিব ও ফারুকের নাম জানা গেছে। তিনজনের নাম এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। দুর্ঘটনার পর নিখোঁজ রয়েছেন এমন প্রবাসীদের পরিবারের সদস্য, আত্মীয়বন্ধু, বান্ধব,পরিচিতজনদের জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অথবা সৌদিআরবের রাজধানী রিয়াদ বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।
যোগাযোগ: মুহাম্মদ মুহসিন, অনুবাদক কাম আইন সহকারী, মোবাইল- ০৫৫৭৪৯৭৮৬২।
উল্লেখ্য, ১৬ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ওমরাহ যাত্রীবাহী একটি বাস মদিনা জেয়ারাহ শেষে মক্কায় যাওয়ার পথে আল আকহাল নামক স্থানে রাস্তা সংস্কারের কাজে নিয়োজিত একটি ভারী যান ধাক্কা দিলে বাসটিতে আগুন লেগে যায়। এতে নিহত হন ৩৬ জন, যাদের দেহ পুড়ে ছাই হয়ে যায়।