প্রবাস মেলা ডেস্ক: অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহের ব্যবধানে সৌদি আরবে ১৬ হাজার ২৫০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। একইসঙ্গে দেশটির আইন লঙ্ঘনকারীদের জন্য আরও কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সৌদি আরবে এক সপ্তাহের ব্যবধানে আবাসিক, শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৬ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত
সৌদি আরবে এক সপ্তাহের ব্যবধানে আবাসিক, শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৬ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত
করোনা মহামারীর সময়ে কিছুটা নমনীয় থাকলেও বর্তমানে সৌদি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে কঠোর অবস্থানে।
দেশটির সরকারি হিসাবের তথ্যমতে, গেল এক সপ্তাহের মধ্যে আবাসিক, শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৬ হাজার ২৫০ জনকে আটক করা হয়েছে।
এছাড়া দেশটির গণমাধ্যমে প্রকাশিত তথ্যে দেখা যায়, আবাসিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৯ হাজার ৩৪৩ জন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টায় ৪ হাজার ৫৫৫ জন ও শ্রম আইনে আরও ২ হাজার ৩৫২ জনকে আটক করা হয়েছে।
অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করায় যে ৭৮৫ জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে ৬২ শতাংশই ইয়েমেনের, ২৭ শতাংশ ইথিওপিয়ার এবং ১১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এদিকে, দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা বলছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা পান প্রবাসীরা।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া সতর্কবার্তায় বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের আটকের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। তবে কেউ সৌদি আরবে অবৈধভাবে প্রবেশকারীকে পরিবহন ও আশ্রয় দিয়ে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। এর সঙ্গে ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা বা গাড়ি ও সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে।
আগস্ট মাসের শেষ সপ্তাহেও একই ধরনের অভিযানে প্রায় ১৫ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। দেশটিতে বর্তমানে ২৮ লাখের বেশি বাংলাদেশি বসবাস করছেন।