ক.ম জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি : টেকনাফ থানা আওয়ামীলীগ নেতা হাজ্বী মোহাম্মাদ শরীফ ও হাজ্বী মোহাম্মদ কাদের হোসেন এর সৌদি আরব আগমন উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ, আছির প্রদেশ কেন্দ্রীয় কমিটি, সৌদি আরব এ সংবর্ধনা সভা আয়োজন করে।
১৭ আগস্ট স্থানীয় একটি মিলায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এস এম জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন সাধারন সম্পাদক আজাদ রহমান, উপদেষ্টা নজরুল ইসলাম, সহ সভাপতি আব্দুল করিম, রাশেদুল আলম, আবু তালেব, নিজাম উদ্দিন, মোঃ মোজাফফর, আব্দুর রহিম, আলী হোসেন প্রমুখ।
সভায় সংগঠনের নেতাকর্মী সহ সৌদি আরবস্থ টেকনাফ থানার শত শত প্রবাসীদের পদচারণায় সভায় কানায় ভরপুর হয়ে যায়। এসময় সংবর্ধিত অথিতিরা বিদেশের মাটিতে নিজ দেশের মানুষের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন।