কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: করোনাভাইরাস পরিস্থিতিতে সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা স্বেচ্ছায় দেশে যেতে ইচ্ছুক, তাদেরকে পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। এর আগে সৌদি সরকার জানায়, যেসব প্রবাসীরা করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগে দেশে ফেরার জন্য ছুটি নিয়েছিলেন কিন্তু ফিরতে পারেননি তাদেরকেও দেশে ফেরার জন্য পুনরায় ছুটি দেওয়া হবে। বিশেষ বিমানে করে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করবে সৌদি সরকার। সৌদি আরবে সরকারি ‘এবশের’ অ্যাপে নির্দিষ্ট ফিচারে রেজিস্ট্রেশন করে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করে দেশে ফেরার জন্য পুনরায় ছুটি এবং নিজ দেশে যাবার সুযোগ পাবেন আটকে পড়া এসব প্রবাসীরা। সৌদি আরবের চারটি বিমানবন্দর যথাক্রমে জেদ্দা, রিয়াদ, মদিনা এবং দাম্মাম থেকে দেশে ফিরতে পারবেন প্রবাসীরা।