ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে করোনা ফের বাড়তেছে, গত কয়েকদিন যাবৎ দৈনিক ৩ হাজারের নিচে থাকলেও আজ আবার ৪ হাজার অতিক্রম করল। আজকে ৪৩৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাড়াল ১৯০৮২৩জন।
আজকের মৃত্যুর সংখ্যা ৫০জন। সর্বমোট মৃত্যুর সংখ্যা ১৬৪৯জন,আজকের সুস্থ হয়েছেন ৩৬৪৮ জন,সর্বমোট সুস্থ হয়েছেন ১৩০৭৬৬জন। সূত্র: সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্রে আরো জানা যায়, দেশটি কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৫৮৪০৮ জন তম্মধ্যে আশংকা জনক অবস্থায় আছেন ২২৭৮ জন।
আক্রান্ত অঞ্চল গুলোর মধ্যে হুফোফ ৯০০ জন, রিয়াদ ৩৪২ জন, আল মুবারাজ ৩২৩ জন, দাম্মাম ৩০৮ জন, মক্কা মুকাররমা ২৮৭ জন, তায়েপ ২২৯ জন, জেদ্দা ১৬৭ জন,আবহা ১৪৪ জন, মদিনা মুনাওয়ারা ১৩২ জন, খামিস মুশাইত ১৩২ জন, আল খোবার ৯৪ জন, নাজরান ৮৮ জন, কাতিপ ৮৭ জন, হাইল ৭০ জন, বুরাইদা ৬৪ জন, জাহারান ৫০ জন, বাকিক ৪৯ জন, মাহাইল আসির ৩৮ জন, সাফওয়া ৩২ জন।
এ ছাড়াও দেশটির অন্যান্য অঞ্চলেও নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে। তবে জরীপে দেখা যাচ্ছে যে, পূর্বে যে অঞ্চল গুলোতে দৈনিক আক্রান্তের সংখ্যা বেশী ছিল এখন সেখানে আক্রান্তের সংখ্যা কমেছে তবে অন্য অঞ্চলে সংক্রমণ বাড়ছে।
গত ডিসেম্বেরর শেষের দিকে চীনের উহান ১ম এই প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ভাইরাসটিতে এ পর্যন্ত ১ কোটি ৩ লাখ ২ হাজার ৮৬৭ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত প্রাণ গেছে ৫ লাখ ৫ হাজারের মত। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫২ লাখের ও বেশী মানুষ।