ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা প্রতি নিয়ত বৃদ্ধি হচ্ছে । গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন শনাক্ত হয়েছে ১৬৪৫ জন, মোট আক্রান্তের সংখ্যা ২৮৬৫৬। সুস্থ হয়েছেন ৩৪২জন মোট সুস্থের সংখ্যা ৪৪৭৬জন। মৃত্যু হয়েছে ৭জনের মোট মৃত্যুর সংখ্যা ১৯১ জন। সূত্র : সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে আর ও জানা যায়, আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বিশ্ব মুসলিমদের পবিত্র নগরী মক্কা মুকাররমায় ২৮৭ জন। ২য় অবস্থানে দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে এবং বন্দর নগরী জেদ্দায় এ দূ’শহরেই ২৬১ জন করে। ৩য় অবস্থানে জুবাইল ২১৭ জন ও ৪র্থ অবস্থানে মদিনা মুনাওয়ারা ১৫২ জন ৮১ শতাংশ প্রবাসী নাগরিক, ১৯ শতাংশ সৌদি নাগরিক। ১৩ শতাংশ নারী এবং ৮৭ শতাংশ পুরুষ। ২৩৯৮৯ চিকিৎসাধীন অবস্থায় আছেন তৎমধ্যে ১৪৩ জন আশংকাজনক অবস্থায় আছে।
এ দিকে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে এ ভাইরাসের যেন দিন দিন প্রকট হয়ে উঠতেছে। আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মহামারি এক ভাইরাস পূরো দুনিয়ায়কে ওলোট পালট করে দিয়েছে। গত ডিসেম্বর চীনে প্রাদুর্ভাব শুরুর পর এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন বিভিন্ন ৩৫ লাখেরও বেশি মানুষ। সংক্রমিতদের ২ লাখ ৪৭ হাজারের বেশি মারা গেছে। তবে আশার বাণী হলো, ১১ লাখের বেশি মানুষ এ আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা সেন্টারের দেওয়া হালনাগাদ তথ্য মতে এ হিসাব পাওয়া যায়।
বিশেষজ্ঞদের মতে, ইতিহাস পর্যালোচনা করে দোখা যায়, করোনা ভাইরাসের মৃত্যু হার সাধারণ নিউমোনিয়ার চেয়ে বেশি হলেও ২০০২ সালে চীনে এই করোনাভাইরাসের সংক্রমণেই শুরু হওয়া আরেক রোগ সার্সের তুলনায় তা অনেক কম। তবে উপসর্গ ছাড়াও আক্রান্ত হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে অনেকে সুস্থ হচ্ছেন বলে ধারণা বিশেষজ্ঞদের।