ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। দেশটিতে তুলনা মূলক ভাবে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা স্থানীয়দের চেয়ে দেশটি অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসীরাই বেশী। গত২৪ ঘন্টায় নতুন আক্রান্তের মধ্যে ৯১ শতাংশই প্রবাসী।
গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন শনাক্ত হয়েছে ১৩৬২ জন, মোট আক্রান্তের সংখ্যা ২৫৪৫৯। ২১০ জন নতুন করে সুস্থ হয়েছেন। মোট সুস্থের সংখ্যা ৩৭৬৫ জন। মৃত্যু হয়েছে ৭ জনের মোট মৃত্যুর সংখ্যা ১৭৬ জন। মৃত্যু হওয়া ব্যক্তি গুলো মক্কা এবং জেদ্দা অঞ্চলের। সূত্র : সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায় দেশটিতে চিকিৎসাধীন আছে ২১৫১৮ জন এর মধ্যে আশংকাজনক অবস্থার আছে ১৩৯ জন।গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হওয়া আক্রান্তের মধ্যে শতকরা ১১ জন মহিলা এবং ৮৯ জন পুরুষ।

আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘন্টায় সব চেয়ে বেশী বিশ্ব মুসলিমদের পবিত্র ২য় পবিত্র স্থান মদিনা মুনাওয়ারায়- ২৪৯জন। ২য় অবস্থানে রয়েছে বন্দর নগরী জেদ্দায়- ২৪৫ জন। ৩য় অবস্থানে মক্কা মুকাররমা- ২৪৪ এবং রাজধানী রিয়াদে ১৬১ জন।
উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বিশ্ব মহামারিতে রূপান্তরিত হয়েছে। এ ভাইরাসে এখন পর্যন্ত ৩৩ লাখ ৫৭ হাজার ৪৫০ জন মানুষ আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে ২ লাখ ৩৮ হাজার ৯৯৯ জনের। এদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ লাখ ৫৮ হাজার ৪৯৬ জন মানুষ।