খলিল চৌধুরী, সৌদিআরব: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন চরম্বা ইউনিয়নের কালোয়ারপাড়া নিবাসী আহমদ হোসের পুত্র প্রবাসী আব্দুর রাশিদ (৩২) গতকাল ২১ নভেম্বর বুধবার সৌদি আরবের আবাহা শহরে কর্মস্থল থেকে যাবার পথে রাস্তা পারপারের সময় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন। জানা যায়, সড়ক দূর্ঘটনায় নিহত আব্দুর রশিদ সৌদি আল নাহদি ফার্মাসি কোম্পানিতে কর্মরত ছিলেন।