প্রবাস মেলা ডেস্ক: সৌদি আরবে আবাসন, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে ১৫ হাজার ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত এক সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে তাদের গ্রেপ্তার করেছে সৌদি সরকার। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ থেকে ২২ জুন পর্যন্ত দেশজুড়ে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিটের পরিচালিত যৌথ অভিযানের সময় তাদের গ্রেপ্তার করা হয়।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, গ্রেপ্তার করা নয় হাজার ৫৭২ জন আবাসন ব্যবস্থা লঙ্ঘনকারী, তিন হাজার ৭৪৭ জন সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারী এবং দুই হাজার ৯৭ জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন।
এ ছাড়া, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় আরও ৩৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর সৌদি গেজেটের।
খবরে বলা হয়, বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে দেশটিতে বর্তমানে মোট ৭০ হাজার ৮৭৬ জন আটক আছেন, যার মধ্যে ৬৭ হাজার ২৭০ জন পুরুষ এবং তিন হাজার ৬০৬ জন নারী।
সূত্র: এনটিভি অনলাইন