রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ভালো কাজে আমাদের সাথেই থাকুন – এই স্লোগান কে সামনে রেখে ২২ ফেব্রুয়ারি শুক্রবার রাতে সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রিয়াদস্থ নেঈমার কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী শাহরাস্তি ফোরামের উপদেষ্টা সাইফুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে – শাহরাস্তি ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর সঞ্চালনায়অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক মোঃ শাহজাহান চঞ্চল।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন একুশে টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি প্রবীন সাংবাদিক মোঃ ওয়াহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী শাহরাস্তি ফোরামের উপদেষ্টা আর টিভির রিয়াদ প্রতিনিধি সাংবাদিক সোহরাব হোসেন লিটন, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সম্নয়ক সারওয়ার জাহান সিদ্দিকী, শিল্পী জামসেদ রানা, নিউজ২৪ চ্যানেলের সৌদি আরব প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ আল আমিন, প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মোঃ রুস্তম খান, গাজীপুর জেলা ফোরামের সভাপতি হাজী আলমগীর হোসেন মন্ডল, প্রবাসী ময়মনসিংহ ফোরামের সভাপতি মুস্তাক আহমেদ মন্ডল, প্রবাসী গ্রেটেস্ট বরিশালের সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম পলাশ, প্রবাসী শাহরাস্তি ফোরামের সন্মানিত সদস্য সাখাওয়াত হোসেন সোহাগ,
রফিকুল ইসলাম সোহেল, মোঃ ফারুক হোসেন সহ প্রবাসী শাহরাস্তি ফোরামের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে ভাষা শহীদ ও ২১ ফেব্রুয়ারিতে ঢাকা চকবাজারে অগ্নিকান্ডে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম।