মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের বাবতাইন কোম্পানির ৩৮ জন বাংলাদেশি শ্রমিকের মানবেতর জীবন যাপন।২০১৮ সালের নভেম্বর মাসে তারা ঢাকা রাব্বি ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির- লাইসেন্স ২৫৮ মাধ্যমে ফাহাদ কোম্পানির ভিসায় সৌদিআরবে আসেন।
ভুক্তভোগী শ্রমিকরা জানান, তাদের ফাহাদ কোম্পানিতে কাজ দেয়ার কথা থাকলেও তা না করে বাবতাইন কোম্পানিতে কাজ দেয়। এখানে দীর্ঘ ৭ মাস কাজ করলেও তাদের কোন প্রকার বেতন ভেতা প্রদান করা হয়নি।
শ্রমিকরা আরও জানান, তাদের একটি ঘরে রাখা হয় এবং কোম্পানিতে কাজ না দিয়ে সাপ্লায়ার কোম্পানির মাধ্যমে অন্যত্র ৩ মাস কাজ করায়, সেই বেতন না দিয়েই বিদায় করে দেয়া হয়।
এসকল ভুক্তভোগী শ্রমিকরা দেশে ফিরে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে সহযোগিতা চেয়েছেন। মানবেতর জীবনযাপন থেকে বাচানোর দাবি জানান।
তারা রীতিমত না খেয়েই কাজ করেছেন, গত ১৩ জুন হঠাৎ করে বাবতাইন কোম্পানি থেকে তাদের বের করে দেয়া হয়েছে, সেখান থেকে তারা রিয়াদ বাংলাদেশ দূতাবাসে গেলেও রাতে দূতাবাস বন্ধ থাকায় তারা ফিরে এসে রিয়াদস্থ বাথা বাঙালি মার্কেটের আল রাজি বিল্ডিংয়ের নিচে মসজিদে অবস্থান নেন।
এই ব্যাপারে দূতাবাসের শ্রম কাউন্সেলর মেহেদী হাসান এর মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমরা ব্যাপারটি জানতাম না, এখন যখন জেনেছি তখন সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।