কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের মক্কায় বজ্রপাতে সেলিম উদ্দিন নামের এক বাংলাদেশি কৃষককের মৃত্যুর খবর পাওয়া গেছে। মক্কা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে হাদা নামক এলাকায় বজ্রপাতে তিনি মারা যান। তিনি দীর্ঘ দিন ধরে ঐ এলাকায় কৃষি কাজ করে আসছিলেন।
জানা যায়, বুধবার ২ অক্টোবর স্থানীয় সময় বিকেলে মক্কায় মূষলধারে বৃষ্টির সময় ঐ এলাকায় কৃষি খামারে চালু থাকা পানির মেশিন বন্ধ করতে যান তিনি। এসময় হঠাৎ বজ্রপাত তার শরীরে পড়লে ঘটনাস্থলেই নিহত হন সৌদি প্রবাসী বাংলাদেশি সেলিম উদ্দিন।
নিহত সেলিম উদ্দিন চট্টগ্রাম জেলার সাতকানিয়ার মাস্টার হাট এলাকার আহমদ কবিরের ছেলে।
এদিকে নিহত সেলিম উদ্দিনের ছোট ভাই প্রবাসী নাছের উদ্দিন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, ‘আমার বড় ভাই কয়েকদিনের মধ্যে দেশে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আার দেশে যাওয়া হলোনা। তিনি আমাদের সবাইকে কে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। এবার দেশে গিয়ে আমার ভাইয়ের বিয়ে করার ও কথা ছিল। তবে নিহত সেলিম উদ্দিন কি বজ্রপাতে নাকি বিদ্যুতায়িত হয়ে মারা গেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সত্যতা নিশ্চিত হওয়া যায় নি। নিহতের মরদেহ বর্তমানে মক্কার যাহারা হাসপাতালের হিমঘরে রাখা আছে। নিহত সেলিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।