রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত চাঁদপুর শাহরাস্তি উপজেলাস্থ পৌর ১১ নং ওয়ার্ড এর ভাটুনিখোলা গ্রামের মুন্সি বাড়ির মৃত সিদ্দিকুর রহমানের একমাত্র ছেলে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ফখরুল ইসলামের মরদেহ আগামী ১০ জানুয়ারি বৃহস্পতিবার রিয়াদের স্থানীয় সময় সকাল ৭টার বাংলাদেশ বিমান -০৪০ ফ্লাইট যোগে দেশে নেয়া হচ্ছে।
উল্লেখ্য, শিশু আফরিনের মৃত্যুর শোক না কাটতেই বাবা ফখরুল ইসলামের মৃত্যু হয়েছিল।গত ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮ : ২০ মিনিটে তিনি মারা গিয়েছলেন। তার মৃত্যু খবরে শাহরাস্তি উপজেলা পৌর ১১ নং ওয়ার্ডের ভাটুনিখোলা মুন্সিবাড়িতে চলছে শোকের মাতম।
সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলার শাহরাস্তির ফখরুল ইসলাম ১৫ নভেম্বর রিয়াদ থেকে মদিনায় যাওয়ার পথে আল কাসিম নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের এগার জন আহত হন। দুর্ঘটনাস্থলে ফখরুল ইসলামের শিশু কন্যা ফৌজিয়া আফরিন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় তার বাবা ফখরুল ইসলাম দীর্ঘ ২৮ দিন সৌদির আল রাস জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
তাদের নিকট আত্মীয় সাংবাদিক ও নাট্যকার মো: জাহাঙ্গীর আলম হৃদয় জানান, নিহত শিশু আফরিনের দাফন সম্পন্ন করে ফখরুলের স্ত্রী আড়াই বছরের শিশু কন্যা মুনিয়া ও শাশুড়ি শাহানার বেগমকে নিয়ে দেশে চলে গেছেন।
সৌদি আরবে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, শিশু আফরিন ও ফখরুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ফখরুল ইসলাম ও তার শিশু কন্যা আফরিনের মৃত্যুতে সৌদি আরব প্রবাসী চাঁদপুর শাহরাস্তি ফোরাম ও শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠী পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।