মো: জাহাঙ্গীর অালম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ৩ ডিসেম্বর রাতে বাথা ক্লাসিক কমিউনিটি সেন্টারে সৌদিআরব রিয়াদে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৫ আসনের সাংসদ কামাল আহমেদ মজুমদারের সমর্থনে নৌকার প্রচারণা শুরু হয়েছে। অনুষ্ঠানের শুরুতে ঢাকা ১৫ আসনে আলহাজ্ব কামাল আহমেদ মজুমদারেকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ায় বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়।
এরপর বীর মুক্তিযোদ্ধা, মিরপুর গণমানুষের নেতা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আলহাজ্ব কামাল আহমেদ মজুমদারের এমপির সমর্থনে প্রবাসী আওয়ামী পরিবারের পক্ষ থেকে নৌকায় ভোট চেয়ে বক্তব্য রাখেন বক্তারা।
ঢাকা থেকে প্রবাসী আওয়ামী নেতাদের শুভেচ্ছা জানিয়ে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ঢাকা ১৫ আসনের সংসদ সদস্য, মোহনা টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার এমপি।
তিনি তার বক্তব্যে জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং সকলকে দোয়া করতে বলেন। এমন আয়োজনের জন্য তিনি মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি মো: জাহাঙ্গীর অালম হৃদয়কে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি মো: জাহাঙ্গীর অালম হৃদয়ের সঞ্চালনায় মোহনা টেলিভিশন দর্শক ফোরামের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র সহ সভাপতি ফেনির সন্তান কামাল উদ্দিন পাটওয়ারী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রিয়াদ আওয়ামী পরিষদের নেতা কামরুজ্জামান কামরুল, সাংবাদিক সাগর চৌধুরী, রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের সহ সভাপতি আবদুল আহাদ নয়ন, সৌদি আরব মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি এইচ, এম আলমগীর হোসেন, প্রবাসী গাজীপুর জেলা যুবলীগের সভাপতি হাজি আলমগির মন্ডল, রিয়াদ জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ লেয়াকত হোসেন, রিয়াদ মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি আবদুর রহিম বাবু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি আবদুল আজিজ লিটন, সাংগঠনিক সম্পাদক মার্শাল টিটু, রিয়াদ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সালমান আল মাসুদ, যুবলীগ নেতা শিল্পী রফিক মন্ডল, ফারুক মন্ডল সহ আওয়ামী পরিবারের বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় মোহনা টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার এমপির দীর্ঘায়ু কামনা ও মোহনা টেলিভিশনের প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক জিয়া উদ্দিন আহমেদ মজুমদারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মোহাম্মদ রুস্তম খান।