কামাল পারভেজ অভি, মক্কা, সৌদি আরব প্রতিনিধি: সৌদিআরবের মক্কা ও মদিনায় পবিত্র ওমরাহ ভিসায় এসে অবৈধভাবে অবস্থানরত প্রবাসীদের প্রতি কঠোর শাস্তির বিধান আনতে চলেছে দেশ টির সরকার।
সৌদি জাওয়াজাতের পাবলিক রিলেশন অফিসার জেনারেল মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল সাদ এক বিবৃতিতে বলেন, যে সকল সৌদি নাগরিক কিংবা প্রবাসী এ জাতীয় ওমরায় অবৈধ হওয়া প্রবাসীদের থাকার জায়গা কিংবা কাজ দেবে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো জানান, ওমরা হজের নাম দিয়ে ওমরা ভিসাতে এসে সৌদিতে থেকে যাওয়া প্রবাসীদের বড় অংকের জরিমানা এবং দীর্ঘ সময় কারাবাসের বিধান রেখে নতুন আইন প্রনয়ন করা হচ্ছে ।
উল্লেখ্য যে, বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া সহ আরো অনেক দেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ শ্রমিক ওমরা ভিসায় এসে অবৈধ হয়ে সৌদিআরবে থেকে যায়, যা কিনা বৈধ প্রবাসীদের কাজের উপর প্রভাব ফেলে। যেখানে একজন বৈধ প্রবাসী ২০০০ রিয়াল বেতনে খুব সহজেই কাজ পায় সেখানে এই ওমরার অবৈধদের জন্য বেতন কমে হয়ে যায় ১০০০/১২০০ রিয়াল আর চাকরি পেতেও অনেক যুদ্ধ করতে হয়।
চলতি ডিসেম্বর থেকে শুরু হওয়া এই অভিযান চলবে আগামী ১৮ জুন ২০১৯ সাল পর্যন্ত। এ আইনে অবৈধরা নিধন হওয়ার পর কিছুটা হলেও বৈধভাবে সৌদিআরবে বসবাসরত প্রবাসীরা চাকরিতে শান্তি পাবে বলে মনে করেন তারা।