কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের পবিত্র নগরী মক্কায় হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ মহিবুর রহমান (৫৩) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার ১৭ অক্টোবর দিবাগত রাত ২ঃ৩০ মিনিটে মক্কার জাহের এলাকায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ মহিবুর রহমান হবিগঞ্জ জেলার ৭নং বড়ই ইউনিয়নের হলদারপুরের মৃত আবদুর রশিদের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।