কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবে শনিবার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে আজ রবিবার ১৪৪০ হিজরির শাবান মাস ৩০ দিনে পূর্ণ হয়েছে। তাই সোমবার থেকে দেশটিতে সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের মুসলমানরাও আগামীকাল সোমবার থেকে রোজা রাখা শুরু করবেন।
সৌদি আরবের ধর্মমন্ত্রী শেখ আবদুল-লতিফ আল-আশেইখ জানান, দেশটিতে রমজান উপলক্ষে চার হাজার আলেম এবং তারাবীহ নামাজ পড়ানোর জন্য এক হাজার ১০০ ইমাম নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া দুই হাজার ৪০০ মসজিদের সংস্কার কাজ করা হয়েছে।