কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিঅারব প্রতিনিধি: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ ইদ্রিস বাচ্চু (৫৫) ফেনী মহিপাল চেয়ারম্যান বাড়ীর আলী আসাদ ভূঁইয়ার পুত্র বলে জানা যায়।
শনিবার স্থানীয় সময় বিকালে জেদ্দার আজিজিয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নিহত বাচ্চুর বন্ধু জসিম। জসিম জানান, রাস্তা পারাপারের সময় একটি গাড়ির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হলে বাচ্চুকে হাইয়ার সাফা জিদান হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আট ঘণ্টা পর রোববার ভোরের দিকে চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে জেদ্দার জিদান হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত মোহাম্মদ ইদ্রিস বাচ্চুর দেশে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।